ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা - ৭ - ইমাম মাহদী তথ্য

Breaking

আসসালামু আলাইকুম। ইসলামিক এই ব্লগে আপনাকে শুভেচ্ছা জানাই। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় ও দুয়া চাই। আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারছি, ওয়াল জুনুনী ওয়াল জুযামী, ওয়া সায়্যিইল আসক্বাম।

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 30, 2020

ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা - ৭



      🔫🔫আলেমদের হত্যা করা হবে 🔫🔫

অতি সম্প্রতি একটি ঘটনা মুসলিম বিশ্বকে বেশ
নাড়া দিয়েছে। তাহল সৌদি আরবে তিনজন প্রখ্যাত আলেমকে মৃত্যদন্ড প্রদান। এ নিয়ে তীব্র সমালোচনাও চলেছে। শুধু সৌদি আরব নয়, বিশ্বের অনেক দেশেই প্রায়ই আলেমদের হত্যা করা হয়ে থাকে। আসলে এটাও শেষ জামানার একটি আলামত। যেটা দাজ্জাল আগমনের পূর্বে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

নবী (সা:) বলেছেন, "আলেমদের জীবনে এমন একটি সময় আসবে, যখন তাদের এমনভাবে হত্যা করা হবে, যেভাবে চোরদের হত্যা করা হয়। আহ! সেদিন যদি আলেমরা নির্বোধের ভান ধরত!!" (আসসুনানুল ওয়ারিদাতু ফিলফিতান,খ. ৩,পৃ. ৬৬১; আত-তাকরীব,খ. ২,পৃ. ৩৩১; আল-মীযান,খ. ৪,পৃ. ৩৩৪)

হযরত আবু হুরায়রা (রাযি:) বলেন,"আমি সেই সত্তার শপথ করে বলছি,যাঁর হাতে আমার জীবন,নিঃসন্দেহে আলেমদের জীবনে এমন একটা সময় আসবে,যখন তাদের কাছে লাল সোনার চেয়েও মৃত্যু বেশি প্রিয় হবে। তোমাদের মধ্যে কেউ তার ভাইয়ের কবরের কাছে গেলে কবর বলবে,হায়! এর জায়গায় যদি আমি হতাম!" (মুসতাদরাকে হাকেম,পৃ. ৮৫৮১)

আজকাল কীরূপ বর্বরতা, নির্দয় ও নির্মমভাবে সেই সব ব্যক্তিদের হত্যা করা হচ্ছে যারা জগতের ব্যবস্থাপনা ও শৃঙ্খলাকে বিপর্যয় ও অবিচার থেকে পবিত্র রাখার পাঠ শেখাচ্ছেন। যাদের গোটা জীবন মানবতার কল্যাণ ও সফলতার বাণী প্রচারে অতিবাহিত হয়েছে। আল্লাহর জমীনকে মানবতার শত্রুদের থেকে পবিত্র করা যাঁদের মিশন, সেই মহান ব্যক্তিদের সাথে মানুষের এত কেন শত্রুতা? মানবতা হতবাক হয়ে যায়,বিবেক স্থির হয়ে যায়,বিদ্যার মিনার নিশ্চুপ হয়ে যায় এই সব আলোকোজ্জ্বল প্রদীপের জীবন প্রদীপ নিভিয়ে দেয়ার নির্মমতা দেখলে।

আল্লাহর সার্বভৌমত্ব ও শ্রেষ্ঠত্বের বোধ-বিশ্বাসকে মানব হৃদয় থেকে মুছে দিয়ে দাজ্জালিয়াত ও নিউ ওয়ার্ল্ড অর্ডারের সম্মতি আদায়ের প্রচেষ্টা ও পাঁয়তারায় যারা কাজ করছে,তাদের কাছে সত্যের এই সুউচ্চ মিনার ও আশা-আকাংখার প্রদীপগুলো অসহ্য লাগারই কথা। যাঁদের আঙুলের একটি ইশারা,কলমের একটি খোঁচা দাজ্জালের শক্ত প্রাচীরে ফাটল ধরিয়ে দিতে সক্ষম তাদেরকে দাজ্জালের "এডভান্সড ফোর্স" কিভাবে সহ্য করতে পারে! আর তাই সারা দুনিয়ার বাঘা বাঘা আলেমদের হত্যার পিছনে সরাসরি ইহুদীরা জড়িত। যারাই তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তাদেরই সরিয়ে দেয়া হয়েছে। কত আলেম আজ কারাগারে,অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন। কেউবা চূড়ান্ত বিদায় নেবার অপেক্ষায় আছেন। এসব দেখে শুধু এটাই মনে পড়ে
"শেষ জামানায় আলেম থাকবে তিন স্থানে। কারাগারে,মাটির নিচে নয়তো ময়দানে। "

1 comment:

Pages