ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা - ২ - ইমাম মাহদী তথ্য

Breaking

আসসালামু আলাইকুম। ইসলামিক এই ব্লগে আপনাকে শুভেচ্ছা জানাই। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় ও দুয়া চাই। আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারছি, ওয়াল জুনুনী ওয়াল জুযামী, ওয়া সায়্যিইল আসক্বাম।

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 30, 2020

ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা - ২



দাজ্জালের আগমন অস্বীকার

হযরত ইবনে আব্বাস (রাযি:) বর্ণনা করেন,ওমর (রাযি:) একদিন
ভাষণ দিলেন। তাতে তিনি বললেন,অদূর ভবিষ্যতে এই উম্মতের মাঝে এমন এক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে,যারা রজমকে (ব্যাভিচারের দায়ে পাথর নিক্ষেপে হত্যা করার দণ্ডবিধি) অস্বীকার করবে,দাজ্জালের আগমনকে অস্বীকার করবে,কবরের আযাবকে অস্বীকার করবে,সুপারিশ অস্বীকার করবে এবং একদল গুনাহগার মুসলমান জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করার আকীদাকে অস্বীকার করবে।" (ফাতহুল বারী,খ. ১১,পৃ. ৪২৬)

খলিফা ওমর (রাযি:) এর ভবিষৎবাণী আজ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। ইহুদী-খ্রিস্টানদের অর্থে প্রতিপালিত এনজিও সংস্থাগুলো তাদের প্রভূদের পরিকল্পনায় নিত্যদিন ইসলামী বিধিবিধান নিয়ে মশকারা ও তুচ্ছ-তাচ্ছিল্য করে যাচ্ছে। ইসলামী চিন্তা-চেতনা ও বোধ-বিশ্বাসকে মুসলমানের জীবন থেকে চিরতরে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। ইসলাম,ইসলামি আইন ও ফতোয়া ইত্যাদি নিয়ে এমনভাবে যে যেভাবে ইচ্ছা আলোচনা চালাচ্ছে, যেন এসব কোন মানুষের তৈরি বিধান! হাল আমলে ইসলামি বিধানকে "মধ্যযুগীয়, বর্বর" আখ্যা দেয়া বুদ্ধিজীবী-চিন্তাবিদের অভাব নেই। এরাই আমাদের শেখায় কেয়ামত বলে কিছু নেই,পরকাল বলে কিছু নেই,দাজ্জাল বলে কিছু নেই।

No comments:

Post a Comment

Pages